• নিজেরে হারায়ে খুঁজি

    গায়ক: মাধুরী চট্টোপাধ্যায় | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1961
  • নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি


    কি যে গান গেয়েছি ভুলে

    কি কথা কয়েছি ভুলে

    কি যে গান গেয়েছি ভুলে

    কি কথা কয়েছি ভুলে

    সে সবই আজিকে শুধু

    এসেছে ব্যথারই সাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি


    যদিও সমুখে শুধু

    ধূসর মরু যে ধুধু

    যদিও সমুখে শুধু

    ধূসর মরু যে ধুধু

    তবুও জানি যে তুমি

    আসিবে তৃষারই সাজে


    নিজেরে হারায়ে খুঁজি

    তোমারই নয়ন মাঝে

    চাহিতে পারি নি কিছু

    চাহিয়া মরি যে লাজে


    নিজেরে হারায়ে খুঁজি