• সুরের এই ঝর ঝর ঝরনা

    গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে


    মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

    মনের ময়ূরী নাচে তালে তালে

    মেঘে মেঘে মেঘবালিকা আবির ঢালে

    মনের ময়ূরী নাচে তালে তালে

    গানে গানে

    প্রাণে প্রাণে

    গানে গানে

    প্রাণে প্রাণে

    সুরের সুরভি ভরে রে


    সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে


    লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে

    রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে

    লোটন লোটন পায়রাগুলি পেখম মেলেছে

    রোদের সোনালি রঙ অঙ্গে মেখেছে

    মরি মরি

    কী যে করি

    মরি মরি

    কী যে করি

    হৃদয় আকুল করে রে


    সুরের এই ঝর ঝর ঝরনা

    ঝরনা হায় মরি হায় মরি হায় রে

    ঝরনা ঝরে রে

    ফুলের এই গুন গুন গুঞ্জন

    দুজনায় যাই চলি যাই চলি যাই রে

    রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে

    ঝরনা ঝরে রে রহে না ঘরে রে