• বাজলো তোমার আলোর বেণু

    গায়ক: সুপ্রীতি ঘোষ | সুরকার: পংকজ কুমার মল্লিক | গীতিকার: বাণী কুমার | ঘরানা: আধুনিক
  • বাজলো তোমার আলোর বেণু

    মাতলো রে ভুবন

    বাজলো তোমার আলোর বেণু


    আজ প্রভাতে

    সে সুরও শুনে খুলে দিনু মন

    বাজলো বাজলো

    বাজলো তোমার আলোর বেণু


    অন্তরে যার লুকিয়ে রাজে

    অরুণবীণায় সেই সুর বাজে

    সেই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ

    মাতলো রে ভুবন

    বাজলো তোমার আলোর বেণু


    আজ সমীরণ আলোয় পাগল

    নবীনও সুরেরও লীলায়

    আজ শরতের আকাশবীণায়

    গানের মালা বিলায়

    তোমায় হারা জীবন মম

    তোমারই আলোয় নিরুপম

    ভোরেরও পাখি ওঠে গাহি

    তোমারই বন্দন

    মাতলো রে ভুবন

    বাজলো তোমার আলোর বেণু

    বাজলো তোমার আলোর বেণু