• প্রান্তরের ও গান আমার

    গায়ক: উৎপলা সেন | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1953
  • প্রান্তরের ও গান আমার

    মেঠো সুরের গান আমার

    হারিয়ে গেল কোন বেলায়

    আকাশে আগুন জ্বালায়

    মেঘলা দিনের স্বপন আমার

    ফসলবিহীন মন কাঁদায় 

    প্রান্তরের গান আমার


    মাঝে মাঝে উদাস হাওয়ায় এলোমেলো কী যে শুনি

    বুঝি কাহার ব্যথার ছোঁয়ায় হারায় আমার সুরের ধ্বনি

    ঝড়ের হাওয়ায়

    পাতার মতন ঝরিয়া যায়

    যায় যায় যায়


    ক্লান্ত ডানায় নীড় খুঁজি

    অথৈ নদীর তীর খুঁজি

    শুধুই আমার যায় বেলা

    ভাসায়ে আশার ভেলা

    অন্তবিহীন পথের পুঁজি 

    অন্তরেরই সান্ত্বনায়


    প্রান্তরের ও গান আমার


    আমি তো চাহি নি কিছুই শুধু আপন নীড়ের ছায়ায়

    আপন বীণার সুরে ভুবন ভরে দিতে প্রেমের মায়ায়

    প্রেমের মায়ায়

    ভাঙিল সে ঘর ঝড়ের বায়

    হায় হায় হায়


    ক্লান্ত ডানায় নীড় খুঁজি

    অথৈ নদীর তীর খুঁজি

    শুধুই আমার যায় বেলা

    ভাসায়ে আশার ভেলা

    অন্তবিহীন পথের পুঁজি 

    অন্তরেরই সান্ত্বনায়


    প্রান্তরের ও গান আমার

    মেঠো সুরের গান আমার