• নিশি রাত বাঁকা চাঁদ

    গায়ক: গীতা দত্ত | সুরকার: নচিকেতা ঘোষ | গীতিকার: প্রণব রায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: পৃথিবী আমারে চায় | সাল: 1957
  • নিশি রাত বাঁকা চাঁদ আকাশে

    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে

    নিশি রাত বাঁকা চাঁদ আকাশে

    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে

    নিশি রাত


    ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর

    হোক ভাঙা তবু এলো জোছনা

    ভাঙা ঘরে দুদিনেরই খেলাঘর

    হোক ভাঙা তবু এলো জোছনা

    ফুলে ফুলে ছেয়ে গেল বালুচর

    স্বপ্ন বাসর করি রচনা

    এ জীবনে যতটুকু চেয়েছি

    মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি

    নিশি রাত বাঁকা চাঁদ আকাশে

    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে

    নিশি রাত


    জীবনের পথে পথে চলিতে

    যত আশা গিয়েছিল ফুরায়ে

    জীবনের পথে পথে চলিতে

    যত আশা গিয়েছিল ফুরায়ে

    গজমতি হার যেন ধূলিতে

    ভিখারিনী পেল আজ কুড়ায়ে

    এ জীবনে যতটুকু চেয়েছি

    মন বলে তার বেশি পেয়েছি পেয়েছি

    নিশি রাত বাঁকা চাঁদ আকাশে

    চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে

    নিশি রাত বাঁকা চাঁদ আকাশে