তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
জানিসই দস্যি বড় আমার যাদুমণি
দেখিস যেন চুরি করে না খায় ছানা ননী
অন্যায় ও করলে ওকে ধমক দিয়ে হাঁকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
ওকে নিয়ে চিন্তা বড় মন্দ যে কয় লোকে
দুষ্টুমি ও করে যদি ভালো করিস ওকে
সুদামা তোর ভাল দিয়ে ওর মন্দ ঢাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
সুসময়ের বন্ধু অনেক অসময়ে নেই
যে বিপদে আপদে থাকে বন্ধু হল সেই
একই রোদ একই ধুলো গায়ে তোরা মাখবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
বুক ফাটে তো মুখ ফোটে না কষ্ট পাবি নিজে
বন্ধু হয়ে বুঝে নিবি ওর ব্যাথা কি যে
ধ্যানে জ্ঞানে বড় হবার একই স্বপ্ন আকঁবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
এই দেহে তোরা দুজন আমার দুটি হাত
সুদামা তুই দেনা আমায় কৃষ্ণরে তুই রাখ
মা
আমায় এমনি করে মা বলে চিরদিন তোরা ডাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়েই থাকবি
বন্ধু কথাটার মর্যাদাটা রাখবি