• যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল

    গায়ক: অরুন্ধতী হোম চৌধুরী | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: ভালোবাসা ভালোবাসা | সাল: 1981
  • যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল

    সব দিলাম তোমায় আমি দিলাম তোমায়

    যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল

    সব দিলাম তোমায় আমি দিলাম তোমায়়

    তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়


    চমকে দেখি দুচোখ মেলে

    সকল দ্বিধা লজ্জা ফেলে

    বন্ধ আমার দরজা ঠেলে

    সামনে তুমি এগিয়ে এলে

    সুস্বাগতম বলতে তোমায় ইচ্ছে যে যায়

    তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়

    যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল

    সব দিলাম তোমায় আমি দিলাম তোমায়

    তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়


    কোন মালাতে করব বরণ

    পাতবো কোথায় তোমার আসন

    পাই না ভেবে মনের মতন

    কি উপহার আনবো এখন

    বাঁধব তোমায় কোন সে গানে

    কোন দুরাশায়

    তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়

    যত ভাবনা ছিল যত স্বপ্ন ছিল

    সব দিলাম তোমায় আমি দিলাম তোমায়

    তুমি নেবে কি আমায় ডেকে নেবে কি আমায়