• খোঁপার ওই গোলাপ দিয়ে

    গায়ক: শিবাজী চট্টোপাধ্যায় | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: ভালোবাসা ভালোবাসা | সাল: 1981
  • খোঁপার ওই গোলাপ দিয়ে

    মনটা কেন এত কাছে আনলে

    খোঁপার ওই গোলাপ দিয়ে

    মনটা কেন এত কাছে আনলে

    পারবে কি বাসতে ভালো আমাকে জানলে

    আমাকে তেমন করে জানলে

    খোঁপার ওই গোলাপ দিয়ে

    মনটা কেন এত কাছে আনলে


    যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো

    আমি যে মন্দ করি সবই তা

    লিখো না আমায় নিয়ে কবিতা

    যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো

    আমি যে মন্দ করি সবই তা

    লিখো না আমায় নিয়ে কবিতা

    স্বপ্নের হাতটি ধরে নাই বা আমায় টানলে

    পারবে কি বাসতে ভালো আমাকে জানলে

    আমাকে তেমন করে জানলে

    খোঁপার ওই গোলাপ দিয়ে

    মনটা কেন এত কাছে আনলে


    এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার

    স্বর্গের দেবী তুমি এসো না

    মাটিতে কোমল চরণ রেখো না

    এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাঁটার

    স্বর্গের দেবী তুমি এসো না

    মাটিতে কোমল চরণ রেখো না

    ক্ষতি কি তোমার বল এই অনুরোধ মানলে


    পারবে কি বাসতে ভালো আমাকে জানলে

    আমাকে তেমন করে জানলে

    খোঁপার ওই গোলাপ দিয়ে

    মনটা কেন এত কাছে আনলে