• দেখো আলোয় আলো আকাশ

    গায়ক: অরিজিৎ সিং | সুরকার: ইন্দ্রদীপ দাশগুপ্ত | গীতিকার: শ্রীজাত বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: খাদ
  • দেখো আলোয় আলো আকাশ

    দেখো আকাশ তারায় ভরা

    দেখো যাওয়ার পথের পাশে

    ছোটে হাওয়া পাগল পারা

    এত আনন্দ আয়োজন

    সবই বৃথা আমায় ছাড়া


    ভরে থাকুক আমার মুঠো

    দুই চোখে থাকুক ধারা

    এলো সময় রাজার মতো

    হল কাজের হিসেব সারা


    বলে আয় রে ছুটে আয় রে ত্বরা

    হেথা নাইকো মৃত্যু নাইকো জরা

    বলে আয় রে ছুটে আয় রে ত্বরা

    হেথা নাইকো মৃত্যু নাইকো জরা


    দেখো আলোয় আলো আকাশ

    দেখো আকাশ তারায় ভরা

    দেখো যাওয়ার পথের পাশে

    ছোটে হাওয়া পাগল পারা

    এত আনন্দ আয়োজন

    সবই বৃথা আমায় ছাড়া

    ভরে থাকুক আমার মুঠো

    দুই চোখে থাকুক ধারা

    এলো সময় রাজার মতো

    হল কাজের হিসেব সারা