• টোকা দিলে ভেঙে যাবে

    গায়ক: শ্রেয়া ঘোষাল | সুরকার: জয় সরকার | গীতিকার: শ্রীজাত বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: মানবজমিন
  • টোকা দিলে ভেঙে যাবে সব নীরবতা

    সব অসুখ সেরে যাবে মুখোমুখি হলে  

    আমাকে ভাবায় তবু একটাই কথা 

    দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে


    এ শহরে নাম নেই ঠিকানার কোনো 

    যে যার জানলা নিয়ে ভাগ হয়ে গেছে 

    ছায়ারাও কথা বলে তুমি যদি শোনো 

    যেখানে শিকড় ছিল দাগ হয়ে গেছে


    আকাশ দেখছে ঝুঁকে মাটি প্রবণতা 

    বৃষ্টিও ঝেঁপে নাম মেঘে ঝুঁকি হলে 

    আমাকে ভাবায় তবু একটাই কথা

    দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে


    ছোট ঘরে ছোট ছোট মানুষ সাজানো 

    ব্যাথা ঠিক ফিরে আসে অবসাদ চিনে 

    আগামীর ডাক আছে আছে পিছুটানও 

    মাঝে কি হবে না দেখা মানবজমিনে


    কেউ বলে অভিমান কেউ অলসতা

    রাস্তা হারিয়ে যায় বহুমুখী হলে  

    আমাকে ভাবায় তবু একটাই কথা 

    দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে

    দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে

    দুঃখ কোথায় যাবে তুমি সুখী হলে