BENGAL INFO
News
ক্যালেন্ডার
Hospitals
Schools
কবিতা
গান
দুর্গাপূজা
বাংলা গান
কণ্ঠশিল্পী
সুরকার
গীতিকার
যা রে যা রে উড়ে যা রে পাখি
গায়ক:
লতা মঙ্গেশকর
| সুরকার:
সলিল চৌধুরী
| গীতিকার:
সলিল চৌধুরী
| ঘরানা: আধুনিক | সাল: 1959
যা রে যা রে উড়ে যা রে পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এল বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
আকাশে আকাশে ফিরে
যা ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
শুধু মনে মনে তোরে ডাকি
চাহিনা খেলিতে খেলা
শেষ হয়ে এল বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে
আমারই স্বপন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
আমারই স্বপন হয়ে
কত কি যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
জানি সবই রয়ে গেল বাকি
এবারে ভাসাব ভেলা
শেষ হয়ে এল বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি
যা রে