• যাও পাখি বলো

    গায়ক: শ্রেয়া ঘোষাল | সুরকার: শান্তনু মৈত্র | গীতিকার: অনিন্দ্য চ্যাটার্জি, চন্দ্রিল ভট্টাচার্য | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: অন্তহীন
  • যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ

    আমি কি আমাকে হারিয়েছি বাঁকে

    রূপকথা আনাচে কানাচ


    আঙুলের কোলে জ্বলে জোনাকি

    জলে হারিয়েছি কান সোনা কি

    জানলায় গল্পেরা কথা মেঘ

    যাও মেঘ চোখে রেখো এ আবেগ


    যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ

    আমি কি আমাকে হারিয়েছি বাঁকে

    রূপকথা আনাচে কানাচ


    যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ

    আমি কি আমাকে হারিয়েছি বাঁকে

    রূপকথা আনাচে কানাচ


    আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি

    জলে হারিয়েছি কান সোনা কি

    জানলায় গল্পেরা কথা মেঘ

    যাও মেঘ চোখে রেখো এ আবেগ


    যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ

    আমি কি আমাকে


    যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ

    আমি কি আমাকে হারিয়েছি বাঁকে

    রূপকথা আনাচে কানাচ


    আঙুলের কোলে জ্বলে জোনাকি

    জলে হারিয়েছি কান সোনা কি

    জানলায় গল্পেরা কথা মেঘ

    যাও মেঘ চোখে রেখো এ আবেগ

    যাও পাখি বলো হাওয়া ছলো ছলো

    আবছায়া জানলার কাঁচ