তুমি না থাকলে
সকালটা এত মিষ্টি হত না
তুমি না থাকলে
মেঘ করে যেত বৃষ্টি হতো না
তুমি না থাকলে
সকালটা এত মিষ্টি হত না
তুমি না থাকলে
মেঘ করে যেত বৃষ্টি হত না
তুমি না থাকলে
মন কষাকষি
করে হাসাহাসি
নাক ঘষাঘষি
রাপা রাপাপ পা
রাম পাম পা
তুমি না থাকলে
চাঁদটার গায়ে পড়ে যেত মরচে
তুমি না থাকলে
কিপটে লোকটা হত না যে খরচে
তুমি না থাকলে
স্বপ্নের রং হয়ে যেত খয়েরি
বনবন করে দুনিয়াটা
এই পারতো না ঘুরতে
তুমি না থাকলে রবীন্দ্রনাথ
কালির দোয়াত মাথায় ঠুকে
হত কুপোকাত
রাপা রাপাপ পা
রাম পাম পা
তুমি না থাকলে
সুমন কেলেঙ্কারি করত কত
গীটার ফেলে
গুয়েতেমালায় নামতা শেখাতে হত
পাশের বাড়ির মেয়েটা
পাশের পাড়ার ছেলের সাথে
তুমি না থাকলে এইভাবে
কি বাড়িটা ছেড়ে পালাতো
তুমি না থাকলে
তাজমহলটা বানানোই হত না
লাঠালাঠি এই কাটাকাটি
কিছু থামানোই যেত না
তুমি না থাকলে মোনালিসা কবে
হয়ে যেত গম্ভীর
তুমি না থাকলে
তোমার চিঠি জমানোই হতো না
তুমি না থাকলে
রোমিও কবে
হোমিওপ্যাথির দোকান খুলে জমিয়ে দিত
রাপা রা পাপ পা
রাম পাম পা