পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না
ধর্ম আমার আমি নিজে বেছে নিই নি
পদবীতে ছিল না যে হাত
মসজিদে যেতে হয় তাই জোর করে যাই বছরে দু একবার
বাংলায় সত্তর পাই আমি এক্সামে
ভালো লাগে খেতে ভাত মাছ
গাঁজা সিগারেট আমি কোনোটাই ছুঁই না
পারি না চড়তে কোনো গাছ
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসব না
বুঝবো কি করে আমি তোমার ঐ মেজ দাদা
শুধু যে তোমার দাদা নয়
আরো কত দাদাগিরি কব্জির কারিগরি
করে তার দিন কেটে যায়
তাও যদি বলতাম হিন্দুর ছেলে আমি
নীলু বিলু কিম্বা নিতাই
মিথ্যে কথা আমি বলতে যে পারি না
ভ্যাবভ্যাবাভ্যাবাচ্যাকা খাই
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসব না
সত্যিকারের প্রেম জানি না তো কি সেটা
যাচ্ছে জমে হোম টাস্ক
লাগছে না ভালো কোনো চ্যানেল
কান্না পাচ্ছে সারা রাত
হিন্দু কি জাপানী জানি না তো তুমি কি
জানে ঐ দাদাদের গ্যাং
সাইকেলটা আমি ছেড়ে দিতে রাজি আছি
পারবো না ছাড়তে এ ঠ্যাং
চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি
দাদা আমি এখনও যে ইশকুলে পড়ি
কব্জির জোরে আমি পারবো না
পারবো না হতে আমি রোমিও
তাই দুপুর বেলাতে ঘুমিও
আসতে হবে না আর বারান্দায়
রঞ্জনা আমি আর আসবো না
এখানে রঞ্জনা আমি আর আসব না
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না
রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না
এখানে রঞ্জনা আমি আর আসব না