• ও বলো কী আছে গো

    গায়ক: রাহুল দেব বর্মন | সুরকার: রাহুল দেব বর্মন | গীতিকার: স্বপন চক্রবর্তী | ঘরানা: আধুনিক
  • ও বলো কী আছে গো

    তোমারি আঁখিতে

    আমি পারি না মন 

    বাঁধিয়া রাখিতে

    হা বলো কী আছে গো 

    তোমারি আঁখিতে

    আমি পারি না মন 

    বাঁধিয়া রাখিতে

    হা বলো কী আছে গো 

    তোমারি আঁখিতে


    চকিত চাহনি যেন

    দেখেও না দেখা

    না দেখা

    না দেখা

    চকিত চাহনি যেন

    দেখেও না দেখা

    ও কালো মেঘে

    বিজলীরও রেখা

    বলে গেল

    কী যে কথা বলিতে

    আমি পারি না

    মন বাঁধিয়া রাখিতে


    হা বলো কী আছে গো 

    তোমারি আঁখিতে


    কাজল নয়ন বুঝি

    স্বপন ও আনে

    দেয় না যেতে দূরে

    কাছে টানে

    কাজল নয়ন বুঝি

    স্বপন ও আনে

    দেয় না যেতে দূরে

    কাছে টানে

    চরণ আমার

    পারে না যে চলিতে

    আমি পারি না মন

    বাঁধিয়া রাখিতে

    ও বলো কী আছে গো

    তোমারি আঁখিতে