• গুরু না ভজি মুই

    গায়ক: গোষ্ঠ গোপাল দাস | সুরকার: প্রচলিত | গীতিকার: প্রচলিত | ঘরানা: লোকগীতি
  • গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে

    মন প্রাণ দিয়া রে

    গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে

    মন প্রাণ দিয়া রে

    ফুরাইয়া গেল মোর সাধের এই জনম

    ফুরাইয়া গেল মোর সাধের এই জনম

    আপন কর্ম দোষে রে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে


    আসিতে হবে মোর বারে বারে

    এই না ভবের মাঝারে

    আসিতে হবে মোর বারে বারে

    এই না ভবের মাঝারে

    আর না হবে মোর মানব জনম

    আর না হবে মোর মানব জনম

    পাষাণে ভাঙ্গিলে মাথা রে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে


    যাহার লাগিয়া খাটিয়া মরিনু

    সে তো ভুলিয়া যাবে রে

    যাহার লাগিয়া খাটিয়া মরিনু

    সে তো ভুলিয়া যাবে রে

    প্রাণপাখি মোর পলকে উড়িবে

    প্রাণপাখি মোর পলকে উড়িবে

    ছাড়িয়া সকল মায়া রে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে

    প্রাণের বান্ধবরে দাও দেখা দয়া করে