• খাঁচার ভিতর অচিন পাখি

    গায়ক: পূর্ণ দাস বাউল | সুরকার: প্রচলিত | গীতিকার: প্রচলিত | ঘরানা: বাউল
  • খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়

    খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়

    ধরতে পারলে মনবেড়ি

    ধরতে পারলে মনবেড়ি

    দিতাম তাহার পায়

    খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়


    আট কুঠরি নয় দরজা আঁটা

    মধ্যে মধ্যে ঝলকা কাঁটা

    তার উপরে আছে সদর কোঠা

    আয়নামহল তায়

    খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়


    মন তুই রইলি খাঁচার আশে

    খাঁচা যে তোর তৈরি কাঁচা বাঁশে রে

    কোন দিন খাঁচা পড়বে খসে

    ও মোর

    লালন ওই খাঁচা খুলে

    সে পাখি কোনখানে পালায়


    খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়

    ধরতে পারলে মনবেড়ি

    ধরতে পারলে মনবেড়ি

    দিতাম তাহার পায়

    খাঁচার ভিতর অচিন পাখি

    কেমনে আসে যায়