গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
ওরে পিরিতি কাঁঠালের আঠা
ওরে পিরিতি কাঁঠালের আঠা
ও আঠা লাগলে পরে ছাড়বে না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
এক পিরিতে শিব শশ্মানবাসী
আর এক পিরিতে গোরা হল নদের নিমাই সন্ন্যাসী
ওরে গীতগোবিন্দ পদ্মাবতী
ওরে গো গীতগোবিন্দ পদ্মাবতী
এরাই কেবল কয় জনা
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
পিরিতির রীতি জানো না
পিরিতির রীতি জানো না
করলে পিরিত হয় বিপরীত
পরে ঘটবে যন্ত্রনা
ও যেমন চিপটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও যেমন চিপটে গুড়ে পিঁপড়ে পড়লে
ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না
ও পিঁপড়ে নড়তে চড়তে পারে না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
ও একজন ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই পা ধুয়ে খেলে
পিরিতির জাতির বিচার
পিরিতির জাতির বিচার করতে গেলে
ভাইরে ভাই মিলবে না চাঁদের কণা
ভাইরে ভাই মিলবে না চাঁদের কণা
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
ওরে পিরিতি কাঁঠালের আঠা
ও আঠা লাগলে পরে ছাড়বে না
ও আঠা লাগলে পরে ছাড়বে না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না
গোলেমালে গোলেমালে পিরিত কোরো না