মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
আমি গুরু না ভজিয়া
কি ভুল করিলাম
গুরু না ভজিয়া
কি ভুল করিলাম
ভষ্মে ঢালিলাম ঘি রে
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
ও মন রে
বাল্যকাল গেল হাসিতে খেলিতে
যৌবন কাল গেল রঙ্গে
কি ভুল করিলাম
সে রস খাইলাম
কি ভুল করিলাম
সে রস খাইলাম
কলসি করিলাম খালি রে
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
চুল পাকিল দন্ত নড়িল
যৌবনে পড়ে গেল ভাটি
ক্রমে ক্রমে খসিয়া পড়িল
ক্রমে ক্রমে খসিয়া পড়িল
রঙিন আট দালানের মাটি রে
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
ওরে ও ও ও ...
দন্ত পড়িল বদনও টলিল
সার করেছি লাঠি
পরিজন পরিবার সকলে বলে রে
জঞ্জাল মরে গেলে বাঁচি রে
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি
মানুষ হইয়া জন্ম নিলাম
মানুষের করিলাম কি