যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
কুটাকাঁটায় মানিক পাইলো রে
কুটাকাঁটায় মানিক পাইলো রে
অতল পানিতে ফেলিয়া দিলো রে
সাত রাজার ধন মানিক হারাইয়া
ও হায় সাত রাজার ধন মানিক হারাইয়া
কুটাকাঁটায় মন যে মানে না
সে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
পিঁপড়া বোঝে চিনির দাম
পিঁপড়া বোঝে চিনির দাম
ও বানিয়া চেনে সোনা
মাটির প্রেমের মূল্য কে জানে
ও হায় মাটির প্রেমের মূল্য কে জানে
ধরায় আছে কজনা
ধরায় আছে কজনা যে জন মানিক চেনে না
যে জন প্রেমের ভাব জানে না
তার সঙ্গে নাই লেনাদেনা
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা
সে জন সোনা চেনে না
ও সে জন সোনা চেনে না
সে জন সোনা চেনে না
ও সে জন সোনা চেনে না