• আমায় আকাশ বলল

    গায়ক: মান্না দে | সুরকার: প্রভাস দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • আমায় আকাশ বলল
    আমায় আকাশ বলল
    তোমার দুচোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
    শুনে সাগর বলল
    সাগর বলল
    তা কি করে হয়, তার এত নীল থাকতে
    আমি কাকে খুশী করি বলো
    কাকে খুশী করি বলো
     
    যখন ভাবছিলাম  তোমায় কি দেবো নতুন নাম
    যখন ভাবছিলাম তোমায় কি দেবো নতুন নাম
    তখন পাখিরা বলল
    তাদের নামেতে তোমায় এখনি ডাকতে
    শুনে ফুলেরা বলল ফুলেরা বলল 
    তা কি করে হয় তাদের এত নাম থাকতে
    আমি কাকে খুশী করি বলো
    কাকে খুশী করি বলো
     
    যখন ভেবে না পাই
    তোমায় কোথায় রাখতে চাই 
    যখন ভেবে না পাই
    তোমায় কোথায় রাখতে চাই 
    তখন মন যে বলল
    তোমায় এখনি মনের মধ্যে রাখতে
    শুনে প্রেম যে বলল 
    প্রেম যে বলল
    তা কি করে হয়
    তার এতো সাধ থাকতে 
    আমি কাকে খুশী করি বলো
    কাকে খুশী করি বলো
     
    আমায় আকাশ বলল
    আমায় আকাশ বলল
    তোমার দুচোখ মেঘ রঙ দিয়ে আঁকতে
    শুনে সাগর বলল
    সাগর বলল 
    তা কি করে হয় তার এত নীল থাকতে
    আমি কাকে খুশী করি বল
    কাকে খুশী করি বল