ফিরে চলো ফিরে চলো
ফিরে চলো আপন ঘরে
চাওয়া পাওয়ার হিসাব মিছে
আনন্দ আজ আনন্দ রে
ফিরে চলো ফিরে চলো
ফিরে চলো আপন ঘরে
ফিরে চলো
আকাশভরা জ্যোৎস্না ধারা
বাতাস বহে বাঁধনহারা
আকাশভরা জ্যোৎস্না ধারা
বাতাস বহে বাঁধনহারা
প্রেমের সুরে ভরা ভুবন
ব্যথা বেদন ঘুচিল রে
ফিরে চলো
বরণ নীল সাগর হতে
জীবন বহে সুধা স্রোতে
জীবনে মরণ
মরণে জীবন
ভয় কিবা
কিবা দুঃখ রে
বরণ নীল সাগর হতে
জীবন বহে সুধা স্রোতে
জীবনে মরণ
মরণে জীবন
ভয় কিবা
কিবা দুঃখ রে
আকাশে পাখি
কহিছে গাহি
মরণ নাহি
মরণ নাহি
আকাশে পাখি
কহিছে গাহি
মরণ নাহি
মরণ নাহি
রজনী দিন জীবনধারা
রজনী দিন জীবনধারা
বইছে জোরে
বইছে জোরে
ফিরে চলো ফিরে চলো
ফিরে চলো আপন ঘরে
ফিরে চলো