তোমাকে দেখাবো নায়াগ্রা
তোমাকে শেখাবো ভায়াগ্রা
তোমাকে করবো আদর আত্তি যত্নম
ওগো ত্বমসি মম জীবনং
ত্বমসি মম ভূষণং
ত্বমসি মম ভব জলধি রত্নম
ত্বমসি মম জীবনং
ত্বমসি মম ভূষণং
ত্বমসি মম ভব জলধি রত্নম
তোমাকে শোনাবো জয় গোঁসাই
তোমার বাবাকে মেসোমশাই
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আজি এ পরাণে রবির কর
কেমনে জাগালো ডাইনোসর
আজি এ পরাণে রবির কর
কেমনে জাগালো ডাইনোসর
হাউমাউ বেগে দেখি পিয়ামুখ চন্দা
দারুণ কাটলে ছোট্ট চুল
বোতাম আঁটতে করছো ভুল
সরু সংসারে কেমন ফুটিলে উদরম
স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং
স্মরগরলখণ্ডনং মম শিরসি মণ্ডনং
দেহিপদপল্লব মুদরম্
দেবী দেহিপদপল্লব মুদরম্
তোমার জন্য চিন্তা হয়
তুমি তো প্রিটি জিন্টা নয়
টুপুর টাপুর কারিনা কাপুর চেষ্টা
তবু
তুমিই আমার সিপিএম
তুমিই আমার এটিএম
তুমিই আমার সিপিএম
তুমিই আমার এটিএম
তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা
খাচ্ছি কিন্তু গিলছি কই
পাখার রাজ্যে চুল শুকোই
টাকের মধ্যে পেরজাপতি ফড়ফড়িং
সোনা বড্ড বেশি ঝলমলাও
লিফটে ওঠো একতলায়
বড্ড বেশি ঝলমলাও
লিফটে ওঠো একতলায়
বিটল্স ছাড়া অন্য পোকা খুব বোরিং
তুমি শ্যামলা বঙ্গদেশ
তুমি ইঙ্গ এসএমএস
তুমি অং বং ভব জলধি নুলিয়া
বধূ চক্ষে এসো অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
চক্ষে এসো অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া