• এমন বসন্ত দিনে

    গায়ক: চন্দ্রবিন্দু | সুরকার: চন্দ্রবিন্দু | গীতিকার: চন্দ্রবিন্দু | ঘরানা: আধুনিক, ব্যান্ড
  • -- মহারাজ

    -- কি রানী?


    -- আজি দখিন দুয়ার খোলা

    -- সেকি কতবার বলিয়াছি লাগাইতে ছিটকানি যদি ঢুকে পরে ফিরিওয়ালা


    -- জাঁহাপন

    -- কি চাকর

    --

    প্রজাগণ সমাকুল

    হস্তে লয়ে গ্যাঁদা ফুল

    হৃদে বয়ে কৃতজ্ঞতা ডালি

    বলে দিন কুম্ভকন্ঠে

    হাঁদা ভোঁদা নন্টে ফন্টে

    কি প্রকারে মানাবে বাওয়ালি


    আরে ধন্ধ কেনো মিছামিছি

    স্লোগান তো দিয়া দিছি

    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    বারোয়ারি ডাস্টবিনে

    ফুলে ওঠে ছানা


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    বারোয়ারি ডাস্টবিনে

    ফুলে ওঠে ছানা


    এমন বসন্ত রাতে

    আলো জ্বালো বিছানাতে

    এমন বসন্ত রাতে

    আলো জ্বালো বিছানাতে

    এমন বসন্ত রাতে

    আলো জ্বালো বিছানাতে

    থাকিও না পাঁচে সাতে

    লুকায়ো ঠিকানা


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    বারোয়ারি ডাস্টবিনে

    ফুলে ওঠে ছানা


    বসন্ত দুপুরবেলা

    কত ভূতে মারে ঢেলা

    কত পেত্নি খোলামেলা

    কি বা আসে যায় বলো

    বসন্ত দুপুরবেলা

    হে

    বসন্ত দুপুরবেলা

    কত ভূতে মারে ঢেলা

    কত পেত্নি খোলামেলা

    কি বা আসে যায়


    বসন্ত বিকালখানি

    তব পদে দিনু আনি

    ফেলে দিও রানী যদি

    সে ফুল শুকায়


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    বারোয়ারি ডাস্টবিনে

    ফুলে ওঠে ছানা


    -- মহারাজ

    -- আবার কি রানী

    -- আজি বসন্ত জাগ্রত দ্বারে

    -- এত বেশি জাগ্রত না থাকলে ভালো হত আলজোলাম খাওয়াও তারে

    -- শাহেনশাহ

    -- কি চাকর

    --

    অটো টেম্পো অশ্ব হস্তি

    রাজপথে ধস্তাধস্তি

    হস্তির কি অস্বস্তি শুঁড়ে

    হর্ম্য হতে ঝুপরি বস্তি

    কেমনে করিবে মস্তি

    আপনি বলুন কন্ঠ পুরে


    কেনো এত হবে জ্যাম

    শ্লোগান তো আছে ঘ্যাম

    এমন বসন্ত দিনে

    বাড়ী ফেরো মাংস কিনে


    আরে এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    যে রকম লাস্ট সিনে

    ফিরিবে দিওয়ানা

    আরে এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    যে রকম লাস্ট সিনে

    ফিরিবে দিওয়ানা


    এমন বসন্ত রাতে

    বেরিও না খালি হাতে

    এমন বসন্ত রাতে

    বেরিও না খালি হাতে

    এমন বসন্ত রাতে

    বেরিও না খালি হাতে

    সাপে খোপে আরি পাতে

    পাখি ঝারে ডানা


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    যে রকম লাস্ট সিনে

    ফিরিবে দিওয়ানা


    বসন্ত দুপুরবেলা

    বারো ভুতে করে খেলা

    তেরো নদী হল চ্যালা

    কি হবে উপায়

    বলো

    বসন্ত দুপুরবেলা

    বলো

    বলো বসন্ত দুপুরবেলা

    বারো ভুতে করে খেলা

    তেরো নদী হল চ্যালা

    কি হবে উপায়

    বসন্ত বিকালখানি

    কিছু ক্লাউডি কিছু সানি

    বসন্ত বিকালখানি

    মেঘে রোদে অভিমানি

    মরিতেছে ঘানি টানি

    তোমারই দু পায়ে


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    যে রকম লাস্ট সিনে

    ফিরিবে দিওয়ানা


    বলো

    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    বারোয়ারি ডাস্টবিনে

    ফুলে ওঠে ছানা


    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে

    এমন বসন্ত দিনে

    বাড়ি ফেরো মাংস কিনে