আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
আল দিয়ে কে গেছে কোথায় জানি না
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
সারসপাখির শঙ্খবরণ পাখাতে
কে এলো আজ রোদের সোনা মাখাতে
গাঙশালিখের দলকে পাগল করেছে
গাঙশালিখের দলকে পাগল করেছে
সে কার মরমের গোপন কথায়
জানি না
জানি না
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ
শুধু জানি এই দেশেতে মনের মত এসেছে কেউ
জানি না উছলে ওঠা ঝিলের দলে কে দিল ঢেউ
শুধু জানি এই দেশেতে মনের মত এসেছে কেউ
সময় ভুলে ফুটল কলি অকালে
বটের ছায়া নামল বুঝি সকালে
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে
তার রূপটি কেমন আর নামটি কী হায়
জানি না
জানি না
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
আল দিয়ে কে গেছে কোথায় জানি না
সবুজ ধানের শীষ যে কটি ঝরেছে
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে