• তোমাকে ভালবেসে

    গায়ক: পিউ মুখার্জি, জীমূত রায় | সুরকার: জয় সরকার | গীতিকার: শ্রীজাত বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক
  • তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে

    জানি না সেই দেশে 

    চিরাগও আছে কিনা

    তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে

    কে তাকে প্রাণ ধারে 

    প্রেয়সী তোমা বিনা 


    যদি বা প্রাণ যায়

    যেন না গান যায়

    হৃদি উজান যায়

    তাকে তো রাখা যায় না 


    তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে

    জানি না সেই দেশে 

    চিরাগও আছে কিনা

    তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে

    কে তাকে প্রাণ ধারে 

    প্রেয়সী তোমা বিনা 


    যদি বা প্রাণ যায়

    যেন না গান যায়

    হৃদি উজান যায়

    তাকে তো রাখা যায় না 


    সেই উজানের মন

    স্পর্শ সংগোপন

    যেখানে ছোঁও তাকে

    ভাঙবে তমসাকে

    এমনি সম্মোহন


    সেই মনেরই নাম

    জানলে পাল্টাতাম

    নীরবে সংযোগে

    রেখেছি মনযোগে

    দিই নি কিছু দাম  


    তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে

    জানি না সেই দেশে 

    চিরাগও আছে কিনা

    তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে

    কে তাকে প্রাণ ধারে 

    প্রেয়সী তোমা বিনা 


    যদি বা প্রাণ যায়

    যেন না গান যায়

    হৃদি উজান যায়

    তাকে তো রাখা যায় না