নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
বেদনারও কলি তুমি
দাও ভালোবেসে বঁধূ
বেদনারও কলি তুমি
দাও ভালোবেসে বঁধূ
ফুল ফোটানোর ছলে
আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি
চোখে সাজালে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
জনম সফল হবে
বঁধুয়ার ঘরে আজ
শরমেরও আড়ালেতে
দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহেরও
নিশিরাতে বিরহেরও
বাঁশি ওরে কে বাজায়
ভালোবেসে কেন বঁধূ
আজ শুধু কেঁদে যাও
সেধে সেধে কেন তুমি
মরণ নিলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন
ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী