• আমার মনের এই ময়ূর মহলে

    গায়ক: কিশোর কুমার | সুরকার: কিশোর কুমার | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক
  • আমার মনের এই

    ময়ূর মহলে

    এসো আজ প্রেমের

    আতর ঢেলে দাও

    বেগম রাতটার

    গায়ে তারা ওড়না

    দু চোখে আজ নয়

    ঝাড়বাতি জ্বেলে দাও

    আমার মনের


    কালকে কোথায় রব

    সে কি কেউ জানে

    কালকে কোথায় রব

    সে কি কেউ জানে

    বোঝে কি কখনও কেউ

    জীবনেরই মানে


    ভেঙ্গে গেলে বাসর

    ফুরালে আসর

    দেবো না তো বাধা যদি

    বাসি মালা ফেলে যাও

    আমার মনের


    সময়েরই ফুলদানি

    শুন্য তো থাকে না

    সময়েরই ফুলদানি

    শুন্য তো থাকে না

    যে ফুল শুকায় আজ

    কাল কেউ রাখে না


    হারো আর জেতো 

    নিয়মই যে এ তো

    বাজি রেখে প্রণয়ের

    পাশা তুমি খেলে যাও


    আমার মনের এই

    ময়ূর মহলে

    এসো আজ প্রেমের

    আতর ঢেলে দাও

    আমার মনের