• এই যে নদী যায় সাগরে

    গায়ক: কিশোর কুমার | সুরকার: কিশোর কুমার | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক
  • এই যে নদী যায় সাগরে

    কত কথা সুধাই তারে

    এত জানে তবু নদী

    কথা বলে না

    কথা বলে না

    কেন বলে না

    কেন বলে না

    এই যে নদী


    কেউ যায় রে বন্ধুর বাড়ি

    নাও বাইয়া উজানে

    কেউ শাঁখা ভাইঙা সিঁদুর

    ধুইয়া ফিরে ভাটির টানে

    কারো আশার তরী বন্ধু

    পায় নারে কিনারা

    ভালোবাসা মরণ হইয়া

    তারে করে ঈশারা

    এত জানে তবু নদী

    কথা বলে না

    কথা বলে না

    কেন বলে না

    কেন বলে না

    এই যে নদী


    কারো কপাল ভাঙে যেমন

    নদী ভাঙে তার কূল

    সারাজীবন ধইরা তবু

    ভাঙে না তার ভুল

    ব্যথার বিষে অশ্রু মিশে

    জেনো ভালোবাসা হয়

    কেউ অকূলে কূল পায় রে

    কারো ভরাডুবি হয়

    এত জানে তবু নদী

    কথা বলে না

    কথা বলে না

    কেন বলে না

    কেন বলে না

    এই যে নদী