• পাগল হাওয়া

    গায়ক: সুবীর সেন | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক
  • পাগল হাওয়া
    কি আমারও মতন তুমিও হারিয়ে গেলে
    ফুলেরও বনে হাজারও রঙের মেলায়
    সুরভি লুটের খেলায়
    তারে নাহি পেলে
    পাগল হাওয়া
     
    বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে
    কি জানি কি বা রূপে
    সে আসে চুপে চুপে
    জড়াতে চায় আমারে
    বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে
    কি জানি কি বা রূপে
    সে আসে চুপে চুপে 
    জড়াতে চায় আমারে
    বসন্ত যখন
     
    বনে বনে তখন বাতাসে
    মাতালি বাঁশিতে কি কথা যায় বলে
     
    পাগল হাওয়া
    কি আমারও মতন তুমিও হারিয়ে গেলে
    ফুলেরও বনে হাজারও রঙের মেলায়
    সুরভি লুটের খেলায়
    তারে নাহি পেলে
    পাগল হাওয়া
     
    এবার সাঙ্গ মোর
    হয়েছে খেলা বিজয়ীনি
    ঝরা ফুলে পল্লবে
    এ মালা গাঁথো তবে
    পড়ায়ে দাও বিজয়ীনি
    এবার সাঙ্গ মোর 
    হয়েছে খেলা বিজয়ীনি
    ঝরা ফুলে পল্লবে
    এ মালা গাঁথো তবে
    পড়ায়ে দাও বিজয়ীনি
    এবার সাঙ্গ মোর 
     
    হার মানা হারে আমারে
    সাজায়ে সজনি বাঁধন দাও গলে
     
    পাগল হাওয়া
    কি আমারও মতন তুমিও হারিয়ে গেলে
    ফুলেরও বনে হাজারও রঙের মেলায়
    সুরভি লুটের খেলায়
    তারে নাহি পেলে
    পাগল হাওয়া