• আকাশ এত মেঘলা

    গায়ক: সতীনাথ মুখোপাধ্যায় | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: সুনীল বরণ | ঘরানা: আধুনিক
  • আকাশ এত মেঘলা

    যেও নাকো একলা

    এখনই নামবে অন্ধকার

    ঝড়ের জলতরঙ্গে

    নাচবে নটি রঙ্গে

    ভয় আছে পথ হারাবার


    আকাশ এত মেঘলা

    যেও নাকো একলা

    এখনই নামবে অন্ধকার

    ঝড়ের জলতরঙ্গে

    নাচবে নটি রঙ্গে

    ভয় আছে পথ হারাবার


    গল্প করার এই তো দিন

    মেঘ কালো হোক মন রঙিন

    গল্প করার এই তো দিন

    মেঘ কালো হোক মন রঙিন

    সময় দিয়ে হৃদয়টাকে

    বাঁধবো নাকো আর


    আকাশ এত মেঘলা

    যেও নাকো একলা

    এখনই নামবে অন্ধকার

    ঝড়ের জলতরঙ্গে

    নাচবে নটি রঙ্গে

    ভয় আছে পথ হারাবার


    আঁধার ছায়াতে

    চেয়েছি হারাতে

    দু বাহু বাড়াতে

    তোমারই কাছে

    আঁধার ছায়াতে

    চেয়েছি হারাতে

    দু বাহু বাড়াতে

    তোমারই কাছে

    যাক না এমন এই তো বেশ

    হয় যদি হোক গল্প শেষ

    যাক না এমন এই তো বেশ

    হয় যদি হোক গল্প শেষ

    পূর্ন হৃদয় ভুলবে সেদিন

    সময় শূন্যতার


    আকাশ এতো মেঘলা

    যেও নাকো একলা

    এখনি নামবে অন্ধকার

    ঝড়ের জলতরঙ্গে

    নাচবে নটি রঙ্গে

    ভয় আছে পথ হারাবার