দুচোখে দেখি না তোমায়
তবু আছো তুমি আছো
হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া
হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
এতদিন কোথায় ছিলে
পথ ভুলে তুমি কি এলে
এতদিন কোথায় ছিলে
পথ ভুলে তুমি কি এলে
প্রেমের কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসো যাও বলিয়া
হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে
তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙে ভুল
তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙে ভুল
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল
তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া
সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া
শুনে সব যাই ভুলিয়া
হাওয়া
মেঘ সরায়ে ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া
হাওয়া