• ঐ ঘুম ঘুম ঘুমন্ত

    গায়ক: সবিতা চৌধুরী | সুরকার: সলিল চৌধুরী | গীতিকার: সলিল চৌধুরী | ঘরানা: আধুনিক | সাল: 1966
  • ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    কেন কেমন কেমন করে

    যদি গগন মেঘে ভরে

    কেন কেমন কেমন করে

    যদি গগন মেঘে ভরে

    আর যারে পাবো না

    এই মন তার তরে

    যখন যখন আসে ফাগুন দারুণ

    দুই নয়ন কেন ভরে


    আর ঝড় ঝড় দুরন্ত ঝড় যদি আসে রে

    মোর মন অনন্ত শূন্যতে ভাসে রে

    মনে হয় চাওয়া পাওয়া নয় কিছু নয়

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না


    কার চরণ ধ্বনি শুনি

    বসে বসে যে কাল গুনি

    কার চরণ ধ্বনি শুনি

    বসে বসে যে কাল গুনি

    কার যে চোখের চাওয়ায় স্বপ্নের জাল বুনি

    দারুণ স্বরে বেঁধে আমায় এমন

    হায় সে কোন ফাল্গুনী


    আর ফুল ফুল ফুলন্ত ফুল যদি ফোটে রে

    ছল ছল ছলন্ত নদী যদি ছোটে রে

    মোর মন বৈরাগী শিশুর মতন

    কেন জানি না তা জানি না


    ঐ ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে

    দূর দূর দিগন্তে পড়ে তার ছায়া রে

    মোর মন আনমন জানি না কেন

    কেন জানি না তা জানি না