ওগো আমার কুন্তলিনী প্রিয়ে
এই মন অন্তর গিয়েছ নিয়ে
শূন্য ঘরে বলো থাকি কী নিয়ে
হায় কী যে করি তা জানি না
মন যে কিছুতে মানে না
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
ওগো আমার কুন্তলিনী প্রিয়ে
নিঃঝুম নিশুতি এই রজনী
আর যেন কাটে না গো সজনী
নিঃঝুম নিশুতি এই রজনী
আর যেন কাটে না গো সজনী
তারা ভরা ঐ আকাশ কাঁদে
দুটি তারা তোমার আঁখির অভাব নিয়ে
কী যে করি তা জানি না
মন যে কিছুতে মানে না
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
ওগো আমার কুন্তলিনী প্রিয়ে
সঙ্গিনী মোর প্রতিটি স্বপনে
এসেছ কত না সংগোপনে
সঙ্গিনী মোর প্রতিটি স্বপনে
এসেছ কত না সংগোপনে
যা কিছু ছুঁয়েছ তারে করেছ সোনা
ভালোবেসে রঙে রসে ভরিয়ে দিয়ে
কী যে করি তা জানি না
মন যে কিছুতে মানে না
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও দিয়ে
ওগো আমার কুন্তলিনী প্রিয়ে
এই মন অন্তর গিয়েছ নিয়ে
শূন্য ঘরে বলো থাকি কী নিয়ে