• চম্পা চামেলী গোলাপেরই বাগে

    গায়ক: সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে | সুরকার: অনিল বাগচী | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: এন্থনি ফিরিঙ্গি | সাল: 1967
  • চম্পা চামেলী গোলাপেরই বাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    এমনও মাধবী নিশি আসে নি তো আগে

    এমনও মাধবী নিশি আসে নি তো আগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে


    চাঁপারও আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে

    চাঁপারও আতর মেখে কোয়েলা উঠিছে ডেকে

    পিউ কাঁহা পিউ কাঁহা ভরা অনুরাগে

    পিউ কাঁহা পিউ কাঁহা ভরা অনুরাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে


    যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়

    যত কথা প্রাণে ছিল গীতি হয়ে যায়

    সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়

    সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়

    কন্ঠে জড়ায়

    হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধারও নুপূর বাজে

    বাজে বাজে

    হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধারও নুপূর বাজে

    জীবনেরও মধুবনে মধুঋতু জাগে

    জীবনেরও মধুবনে মধুঋতু জাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    এমনও মাধবী নিশি আসে নি তো আগে

    এমনও মাধবী নিশি আসে নি তো আগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে

    চম্পা চামেলী গোলাপেরই বাগে