• আমি খাতার পাতায় চেয়েছিলাম

    গায়ক: আশা ভোঁসলে | সুরকার: মান্না দে | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক | সাল: 1963
  • আমি খাতার পাতায় চেয়েছিলাম

    শুধু একটি তোমার সই গো

    তুমি চোখের পাতায় লিখে দিলে

    চোখের পাতায় লিখে দিলে

    আমি হলাম তোমার সই গো

    আমি হলাম তোমার সই গো

    আমি হলাম তোমার

    সই গো


    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার

    যখন আমি জয়ের কাছে মানব হার

    ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার

    যখন আমি জয়ের কাছে মানব হার

    যদি সে হার নিয়ে কন্ঠে পরো

    আমি কোথায় রই গো

    বলো আমি কোথায় রই গো

    বলো আমি কোথায় রই গো


    আমি বন্ধ খাতা খুলে দেখি

    তুমি দাও নি কোনোই দাগ গো

    আমি রাগ করে চোখ বন্ধ করে

    দেখি তোমার অনুরাগ গো

    বন্ধ খাতা খুলে দেখি

    তুমি দাও নি কোনোই দাগ গো

    আমি রাগ করে চোখ বন্ধ করে

    দেখি তোমার অনুরাগ গো


    হয়ত কোথাও ভুল ছিল তার মাশুল চাই

    কর নিয়ে মন এসেছিল নিজেই তাই

    হয়তো কোথাও ভুল ছিল তার মাশুল চাই

    কর নিয়ে মন এসেছিল নিজেই তাই

    তুমি সে কর যদি হাতে ধরো

    আমি কোথায় রই গো

    বলো আমি কোথায় রই গো

    বলো আমি কোথায় রই গো