• আমি যে জলসাঘরে

    গায়ক: মান্না দে | সুরকার: অনিল বাগচী | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক , ছায়াছবি | সিনেমা: এন্টনী ফিরিঙ্গী | সাল: 1967
  • আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়

    আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়

    আমি যে জলসাঘরে

    নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর

    নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর

    আমি যে জলসাঘরে


    আমি যে আতর ওগো আতরদানে ভরা

    আমি যে আতর ওগো আতরদানে ভরা

    আমারই কাজ হল যে গন্ধে খুশি করা

    কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার

    কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার

    আমি যে জলসাঘরে


    হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে

    হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে

    বুঝেও তবু বলতে পারি না যে

    আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার

    আলেয়ার পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার

    আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়

    আমি যে জলসাঘরে