একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
আমি হাসি হাসি পরব ফাঁসি
দেখবে ভারতবাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
কলের বোমা তৈরি করে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মা গো
বড়লাটকে মারতে গিয়ে মারলাম
আর এক ইংল্যান্ডবাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি
হাতে যদি থাকত ছোরা
তোর খুদি কি পড়ত ধরা মা গো
রক্ত মাংসে এক করিতাম দেখত জগৎবাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি
শনিবার বেলা দশটার পরে
জর্জকোর্টেতে লোক না ধরে মা গো
হলো অভিরামের দ্বীপচালান মা
খুদিরামের ফাঁসি
একবার বিদায় দে মা ঘুরে আসি
বারো লক্ষ তেত্রিশ কোটি
রইল মা তোর বেটা বেটি মা গো
তাদের নিয়ে ঘর করিস মা
বৌদের করিস দাসী
একবার বিদায় দে মা ঘুরে আসি
দশ মাস দশ দিন পরে
জন্ম নিব মাসীর ঘরে মা গো
তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
ও মা তখন যদি না চিনতে পারিস
দেখবি গলায় ফাঁসি
একবার বিদায় দে মা ঘুরে আস
একবার বিদায় দে মা ঘুরে আসি