• তুমি যে আমার

    গায়ক: গীতা দত্ত | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার | ঘরানা: আধুনিক, ছায়াছবি | সিনেমা: হারানো সুর | সাল: 1957
  • তুমি যে আমার

    ওগো তুমি যে আমার

    তুমি যে আমার

    ওগো তুমি যে আমার

    কানে কানে শুধু একবার বলো

    তুমি যে আমার

    তুমি যে আমার

    ওগো তুমি যে আমার


    আমারই পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি

    আমারই পরাণে আসি তুমি যে বাজাবে বাঁশি

    সেই তো আমারই সাধনা

    চাই না তো কিছু আর

    তুমি যে আমার

    ওগো তুমি যে আমার


    তুমি যে আমার দিশা অকূল অন্ধকারে

    দাও গো আমারে ভরে নীরব অহংকারে

    তুমি যে আমার দিশা অকূল অন্ধকারে

    দাও গো আমারে ভরে নীরব অহংকারে


    জীবনমরণ মাঝে এসো গো বঁধুর সাজে

    মোর জীবনমরণ মাঝে এসো গো বঁধুর সাজে

    সেই তো আমারই জীবনে তোমারই অভিসার

    তুমি যে আমার ওগো তুমি যে আমার

    কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার

    তুমি যে আমার ওগো তুমি যে আমার