• আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি

    গায়ক: রানু মুখোপাধ্যায় | সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক | সাল: 1969
  • আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম অবেলা

    একবার যদি কেউ মন ছুঁয়ে যায়

    গুরু গুরু মেঘে মেঘে ঝলসিয়া দিতে পারি আমিও আকাশ 

    একবার যদি কেউ দোলা দিয়ে যায়

    আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম অবেলা


    যত গরজায় মন তার চেয়ে বেশি আজ বরষিয়া যায়  

    গুমরি গুমরি শেষে থেকে থেকে কেন আজ শিহরিয়া যায় 

    আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি 

    আমিও ঝড়ের মতো বয়ে যেতে পারি 

    একবার যদি কেউ ডাক দিয়ে যায় 

    একবার যদি কেউ ডাক দিয়ে যায় 

    আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম অবেলা


    ভরা কূলে কূলে মোর একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়

    ভরা কূলে কূলে মোর একটু ছোঁয়ায় আজ ছলকিয়া যায়

    কার আসিবার কথা ভেবে ভেবে অকারণ চমকিয়া যায়  

    আমিও ভুলের মতো ভেঙে যেতে পারি 

    আমিও ফুলের মতো ভেঙে যেতে পারি 

    একবার যদি কেউ ডাক দিয়ে যায়

    একবার যদি কেউ ডাক দিয়ে যায়


    আমিও শ্রাবণ হয়ে এনে দিতে পারি রিমঝিম অবেলা