কিছু তো চাহি নি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহি নি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহিনি আমি
এই মন কি যে চাহে
সে তো নিজেও জানে না
তবু কিছুতে সে মানে না
তারায় তারায় দেখে শুধু
সে যে তোমার আঁখি তারা
ভুবন আমার সে যে শুধু
তোমার পথগামী
কিছু তো চাহি নি আমি
দাও না দাও না দাও না
আমার হৃদয় ভরে দাও না
নাও না আমার সবই
নাও গো নাও
আমার সকল শূন্য করে
আমি আবার যাব ভরে
সুরহীনা মনবীণা
রবে না কো থামি
কিছু তো চাহি নি আমি
শুধু চেয়ে চেয়ে থাকি
যদি কিছু বলো
আমি ছলছল চোখে
স্বপন সাজায়ে
এ জীবন বয়ে যাবো
বাকি দিনযামী
কিছু তো চাহি নি আমি