মন্দ বলে লোকে বলুক না বলুক না
হিংসে করে জ্বলে জ্বলুক না জ্বলুক না
তবুও দুজনে কুজনে কুজনে
তবুও
তবুও দুজনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ছড়িয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না
কী হবে ওদের কাছে লুকিয়ে থেকে
মনের আড়ালে আজ মনকে ঢেকে
কী হবে ওদের কাছে লুকিয়ে থেকে
মনের আড়ালে আজ মনকে ঢেকে
এ মুখ ও মুখ হয়ে যদি হয়
জানাজানি তা হোক না
তবুও দুজনে কুজনে কুজনে
তবুও
তবুও দুজনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ছড়িয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না
কী হবে দুচোখে মিছে লজ্জা টেনে
সবাই এ কথা আজ যাক না জেনে
আকাশ বাতাস ভরে যদি চলে কানাকানি
চলুক না
তবুও দুজনে কুজনে কুজনে
তবুও
তবুও দুজনে কুজনে কুজনে
এসো না এ পথ ভরিয়ে যাই
নতুন ছন্দ ছড়িয়ে যাই
মন্দ বলে লোকে বলুক না বলুক না