এ মন মোর জানি না কোথা যে হারালো
ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে
নয়নে নয়ন রেখে কতই খুঁজেছি
বৃথাই গেয়েছি বীণারে সাধিয়ে
এ মন মোর জানি না কোথা যে হারালো
ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে
আমি যে নিজেরে বুঝি না চিনি না
দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না
আমি যে নিজেরে বুঝি না চিনি না
দুরাশা দিয়ে আর নিরাশা কিনি না
নিজেরে চিনি না
মরমে প্রদীপ শিখা যতই জ্বেলেছি
ততই সে মোরে দিল যে ধাঁধিয়ে
এ মন মোর জানি না কোথা যে হারালো
ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে
যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে
ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে
যা কিছু মনে মনে আমি রচি তোমার ছায়াতে
ভেঙ্গে ভেঙ্গে যায় কোন সুদূরের মায়াতে
নিজেরে খুঁজেছি অজানা আকাশে
অচেনা ফাগুনে উতলা বাতাসে
নিজেরে খুঁজেছি অজানা আকাশে
অচেনা ফাগুনে উতলা বাতাসে
উতলা বাতাসে
আমারই স্বপনভরা উধাও ছবিটি
জানি না কে রাখে দুচোখে বাঁধিয়ে
এ মন মোর জানি না কোথা যে হারালো
ঠিকানা না দিয়ে শরমে কাঁদিয়ে