হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে
আজ আকাশে আকাশকন্যা বাদল মেলেছে
নীল যমুনায় কালো ঢেউয়ে ঢেউয়ে মাতন লেগেছে রে
আজ মাতন লেগেছে
কনক চাঁপা কনক চাঁপার ফুল দে এনে দে
কামরাঙা রঙ শাড়ি টিপ কুমকুম
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধবে না চুল সে বাঁধবে না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
আজ হিজলের শাখায় শাখায় কোয়েল গাহে না
পাতায় পাতায় আজ মর্মর তুলে দখিনা বহে না রে
আজ দখিনা বহে না
ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর নুপুর এনে দে
পৈছা রুপোর বেলোয়ারি কাঁকন
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধেব না সে চুল বাঁধেব না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে
সাতনরি হার কানে ঝুমকোলতা
রূপকুমারী মেয়ে মান করেছে
বাঁধেব না চুল সে বাঁধেব না রে
হলুদ গাঁদার ফুল দে এনে দে