• এল বরষা যে সহসা

    গায়ক: সতীনাথ মুখোপাধ্যায় | সুরকার: সুধীন দাশগুপ্ত | গীতিকার: সুধীন দাশগুপ্ত | ঘরানা: আধুনিক
  • এলো বরষা যে সহসা মনে তাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    গান গেয়ে যাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    গান গেয়ে যাই


    গানেরও ধারা মাঝে

    প্রাণেরও কথা আছে

    গানেরও ধারা মাঝে

    প্রাণেরও কথা আছে

    সুর তবু লাগে না যে

    কোথা বলো তারে পাই


    এলো বরষা যে সহসা মনে তাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    গান গেয়ে যাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    গান গেয়ে যাই


    মনেরও আকাশে কত

    খুঁজেছি গো তোমায়

    মেঘেরও স্তরে স্তরে

    রাতেরও তারায় তারায

    মনেরও আকাশে কত

    খুঁজেছি গো তোমায়

    মেঘেরও স্তরে স্তরে

    রাতেরও তারায় তারায়


    যদি ভরা এ শ্রাবণে

    কারও ছোঁয়া সুর আনে

    যদি ভরা এ শ্রাবণে

    কারও ছোঁয়া সুর আনে

    হৃদয়েরও মাঝখানে

    রেখে দিতে তারে চাই


    এলো বরষা যে সহসা মনে তাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    গান গেয়ে যাই

    রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম

    ান গেয়ে যাই