• কী উপহার সাজিয়ে দেব

    গায়ক: কিশোর কুমার | সুরকার: অজয় দাস | গীতিকার: পুলক বন্দোপাধ্যায় | ঘরানা: আধুনিক ছায়াছবি | সিনেমা: জীবন মরণ | সাল: 1984
  • কী উপহার সাজিয়ে দেব

    গান আছে তাই শুনিয়ে যাব

    অনন্ত আমারই গান

    দুরন্ত আমারই প্রাণ

    এই তো উপহার


    ওই আকাশের সূর্য তারা

    ছড়ানো আমারই গান

    ওই বাতাসের যাওয়া আসায়

    জড়ানো আমারই গান

    ওই আকাশের সূর্য তারা

    ছড়ানো আমারই গান

    ওই বাতাসের যাওয়া আসায়

    জড়ানো আমারই গান

    সুর আমার সবুজ শাখায়

    ফুলেরই বাহার

    এই তো উপহার


    কী উপহার সাজিয়ে দেব


    বন্ধু জনের ভালোবাসায়

    ভরানো আমারই গান

    স্বপ্ন ভরা চোখের তারায়

    ছড়ানো আমারই গান

    সুর আমার পরশমণি

    প্রাণেতে সবার

    এই তো উপহার


    কী উপহার সাজিয়ে দেব

    গান আছে তাই শুনিয়ে যাব

    অনন্ত আমারই গান

    দুরন্ত আমারই প্রাণ

    এই তো উপহার