• আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম

    গায়ক: সতীনাথ মুখোপাধ্যায় | সুরকার: সতীনাথ মুখোপাধ্যায় | গীতিকার: শ্যামল গুপ্ত | ঘরানা: আধুনিক
  • আমি চলে গেলে
    পাষাণের বুকে লিখো না আমার নাম 
    বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম
    আমি চলে গেলে
     
    সারাটি জীবন চেয়েছি কেবল
    কারো নয়নের এক ফোঁটা জল
    একটি দীর্ঘ নিশাস আমার
    সকল গানের প্রাণ
    পাষানের বুকে লিখোনা আমার নাম
    বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম
    আমি চলে গেলে
     
    আমি যে দেখেছি মধু বসন্তে
    মধু বসন্তে 
    আমি যে দেখেছি মধু বসন্তে 
    মরা ফুল আছে পড়ে
    সবুজ বনের স্নিগ্ধ ছায়ায়
    ঘর ভেঙ্গে গেছে ঝড়ে
     
    আমি যে শুনেছি সুখের বাসরে
    দুখের রাগিণী হাহাকার করে
    যে ব্যথা মহান
    তারি পায়ে আমি জানায়ে গেছি প্রণাম
     
    পাষাণের বুকে লিখোনা আমার নাম
    বিদায়ের আগে শুধু ওগো এই মিনতি করে গেলাম
    আমি চলে গেলে