আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার
সলাজে নত আঁখি
দুটি চোখ ভরে দেখি
সলাজে নত আঁখি
দুটি চোখ ভরে দেখি
যে আঁখির তারায় তারায়
লেখা ছিলো নামটি আমার
যে আঁখির তারায় তারায়
লেখা ছিলো নামটি আমার
স্বপ্নের গাঁথা মালা
পড়িয়ে দিলাম কণ্ঠে যে তার
স্বপ্নের গাঁথা মালা
পড়িয়ে দিলাম কণ্ঠে যে তার
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার
হৃদয়ের এত আপন
যে ছিল সুদূর গোপন
হৃদয়ের এত আপন
যে ছিল সুদূর গোপন
সে এসে আজ সহসা
প্রাণের কূলে আনলো জোয়ার
সে এসে আজ সহসা
প্রাণের কূলে আনলো জোয়ার
কি ভাষায় বলব তারে
তুমি আমার আমি তোমার
কি ভাষায় বলব তারে
তুমি আমার আমি তোমার
ওরে গান গেয়ে যা
যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ
পেলাম যে আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার