• একদিন পাখি উড়ে

    গায়ক: কিশোর কুমার | সুরকার: রাহুল দেব বর্মন | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক | সাল: 1969
  • একদিন পাখি উড়ে

    একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

    ফিরবে না সে তো আর কারও আকাশে


    একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

    ফিরবে না সে তো আর কারও আকাশে

    একদিন


    বুকে যেন বাদলের ওই

    মেঘ জমে না

    মন ভেঙে দিতে যেন আর

    ঝড় আসে না

    তারে ভেবে কারও চোখে যেন

    জল না আসে

    কারও আকাশে


    একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

    ফিরবে না সে তো আর কারও আকাশে

    একদিন


    উদাসীর বাঁশি আর কেন

    কেউ তো শোনে না

    কোনোদিন কেউ তার কেন

    মন তো বোঝে না

    ঘর ছেড়ে কোনো দিন যেন শেষে

    পথে না বসে

    পথে না বসে


    একদিন পাখি উড়ে যাবে যে আকাশে

    ফিরবে না সে তো আর কারও আকাশে

    একদিন