• সে তো এলো না এলো না

    গায়ক: কিশোর কুমার | সুরকার: রাহুল দেব বর্মন | গীতিকার: মুকুল দত্ত | ঘরানা: আধুনিক | সাল: 1969
  • সে তো এলো না এলো না

    সে তো এলো না এলো না

    কেন এলো না জানি না

    হারালো কি আঁধারেতে

    হারালো কি আঁধারেতে

    নিভে গেল দীপ যে কেন জানি না

    সে তো এলো না এলো না

    কেন এলো না জানি না


    জানি না কি দোষে এ জীবনও

    দিয়ে গেল ফাঁকি

    জানি না কি দোষে এ জীবনও

    দিয়ে গেল ফাঁকি

    ভুল করে তারে মন কি দিয়েছি

    আমি যে কি নিয়ে থাকি


    এত জানা তবু আজও

    এত জানা তবু আজও

    মন তার কেন জানা গেল না

    সে তো এলো না এলো না

    কেন এলো না জানি না


    চোখেরও দুয়ার থেকে

    মনেরও আঙিনা বলো কতদূর

    চোখেরও দুয়ার থেকে

    মনেরও আঙিনা বলো কতদূর

    যে যায় সে যায় ফিরিবারও পথ নাই

    সে কি দূর বহুদূর

    এত চেনা কেন তবু

    এত চেনা কেন তবু

    কোনদিনও তারে বোঝা গেল না


    সে তো এলো না এলো না

    কেন এলো না জানি না

    জানি না জানি না জানি না